দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:২৩

একইদিনে স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুই চলচ্চিত্রের প্রদর্শনী

একই দিনে বাংলাদেশের পর্দায় আসছে হলিউডের দুটি চলচ্চিত্র। একটি মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকড’ এবং অন্যটি ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘রেড ওয়ান’। আজ, ২২ নভেম্বর, ছবিগুলো মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।

 

**উইকড:**

জন এম চু পরিচালিত ‘উইকড’ ছবিতে অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে, পিটার ডিঙ্কলেজ, মিশেল ইয়েওহ, জেফ গোল্ডব্লাম প্রমুখ। উইনি হোলজম্যান এবং ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এই ছবিটি পরিচালনা করেছেন জন এম চু।

 

স্টিফেন শোয়ার্টজ এবং হোলজম্যানের স্টেজ মিউজিক্যালের ওপর ভিত্তি করে এই চলচ্চিত্রের প্রথম পর্ব তৈরি হয়েছে, যা গ্রেগরি ম্যাগুয়ারের ১৯৯৫ সালের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ছবিটির প্রিমিয়ার ৩ নভেম্বর সিডনির স্টেট থিয়েটারে হয়েছে এবং ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

 

**রেড ওয়ান:**

জেক কাসদান পরিচালিত ‘রেড ওয়ান’ ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ক্রিস ইভান্স, লুসি লিউ, জে কে সিমন্স প্রমুখ। এটি একটি আমেরিকান অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার ছবি। হিরাম গার্সিফার একটি মূল গল্প থেকে এর চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান।

 

এই ছবিটি ক্রিসমাস-থিমযুক্ত ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি হিসেবে দেখা হচ্ছে। এর প্রিমিয়ার ১৫ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। ছবিটিতে ডোয়াইন জনসন ক্যালাম ড্রিফ্টের চরিত্রে অভিনয় করেছেন, যিনি উত্তর মেরুর নিরাপত্তার প্রধান। যখন সান্তা ক্লজ অপহৃত হন, তখন তিনি বাউন্টি হান্টার জ্যাক ও’ম্যালিকে (ক্রিস ইভান্স) তাকে খুঁজে বের করার জন্য নিয়োগ করেন।

 

এই ছবিতে একটি চমকপ্রদ হ্যালোউইন টুইস্টও রয়েছে, যা রেড ওয়ান-কে একটি বৃহৎ হলিডে ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিণত করতে পারে।

 

কমেডি, অ্যাকশন ও হলিডে ম্যাজিকের মিশ্রণে, দুটি ছবিই দর্শকদের জন্য উপভোগ্য হতে চলেছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট