দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:২০

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোর ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে এই শাস্তি দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৪৮ জন, উপাদানকল্প কলেজের ২ জন এবং অধিভুক্ত কলেজগুলোর ৪৯ জন শিক্ষার্থী রয়েছেন।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রাজধানীর সরকারি সাত কলেজের ১৮ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ঢাকা কলেজের ৩ জন, ইডেন মহিলা কলেজের ৩ জন, সরকারি তিতুমীর কলেজের ১ জন, সরকারি বাঙলা কলেজের ৪ জন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২ জন, কবি নজরুল সরকারি কলেজের ২ জন এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৩ জন শিক্ষার্থী রয়েছেন।

 

শাস্তি হিসেবে বিভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ থেকে শিক্ষার্থীদের বিরত রাখা হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট