দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৩৮

আইইউবিএটি-তে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস-এর উদ্যোগে আইইউবিএটির নিজস্ব ক্যাম্পাসে এ উৎসব উদযাপিত হয়। ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা ঐতিহ্যবাহী পিঠা-পুলির স্টল এবং সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, বায়ার ক্রপসাইন্সের ব্যবস্থাপনা পরিচালক জাহীদুল ইসলাম এবং এ আর মালিক সীডের ব্যবস্থাপনা পরিচালক আতাউস স্বপন মালিক।

 

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া এবং কো-অর্ডিনেটর ড. মো. রেজাউল করিম অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে আইইউবিএটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা সবার মন জয় করে। দিনব্যাপী এই আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি করে এবং তাদের মাঝে দেশীয় ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট