দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি

সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের নবম আহ্বায়ক কমিটি।

আজ শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা মো. আবদুর রাহিমকে। সদস্যসচিব হয়েছেন একই এলাকার সাব্বির আহমেদ। মুখ্য সংগঠক করা হয়েছে শিবগঞ্জের মোত্তাসিন বিশ্বাসকে আর মুখপাত্র হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদরের রুমি খাতুন। এই কমিটিতে ২০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৬ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৮ জনকে সংগঠক ও ১০৬ জনকে সদস্য করা হয়েছে।

এর আগে ২ নভেম্বর কুষ্টিয়া জেলায় ১১১ ও নড়াইল জেলায় ৫১ সদস্যের, ৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় ১০১ সদস্যের, ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্যের, ১১ নভেম্বর নেত্রকোনা জেলায় ২৫৪ সদস্যের, ১২ নভেম্বর মেহেরপুর জেলায় ৫১ সদস্যের, ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলায় ১০৩ সদস্যের এবং গতকাল বৃহস্পতিবার রাতে শেরপুর জেলায় ১২৬ সদস্যের আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট