দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২৬

বাংলাদেশ আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জিতেছে

ডানে থেকে বামে: রাজশাহীর সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের তাসদিক আহমেদ তন্ময় ব্রোঞ্জ পদক জিতেছেন, এবং নটর ডেম কলেজের লাবিব বিন আজাদ সম্মাননাসূচক পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশের একটি দল সম্প্রতি অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান অলিম্পিয়াড (আইওএএ) ২০২৪-এ ব্রোঞ্জ পদক এবং একটি সম্মাননাসূচক পুরস্কার অর্জন করেছে। রাজশাহীর সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের তাসদিক আহমেদ তন্ময় ব্রোঞ্জ পদক পেয়েছেন, এবং নটর ডেম কলেজের লাবিব বিন আজাদ সম্মাননাসূচক পুরস্কার অর্জন করেছেন।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান অলিম্পিয়াড (আইওএএ) উচ্চ বিদ্যালয় পর্যায়ের অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়। প্রতিযোগীরা তত্ত্ব, পর্যবেক্ষণ, এবং ডেটা বিশ্লেষণের পরীক্ষা দিয়ে মূল্যায়িত হন, যেখানে তত্ত্বের ওপর সর্বোচ্চ নম্বর দেওয়া হয়। এই বছরের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ও ভারতসহ ৫৩টি দেশের দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ১৭ থেকে ২৬ আগস্ট পর্যন্ত ব্রাজিলের রিও ডি জানেইরোর ভাসসৌরাসে অনুষ্ঠিত হয়। আয়োজকরা হলেন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান অলিম্পিয়াড কমিটি, ব্রাজিলের ন্যাশনাল অবজারভেটরি, এবং ব্রাজিলের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রণালয়।

বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (বিডিওএএ) কমিটি প্রতি বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে একটি দলের নির্বাচনের জন্য দায়িত্বে থাকে। এই বছর, দলের সদস্যরা ছিলেন তাসদিক আহমেদ তন্ময় (সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, রাজশাহী), শাম উন মুহিব্বো সাজিদ (সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, রাজশাহী), লাবিব বিন আজাদ (নটর ডেম কলেজ), শেখ হাসিন আবরার (নটর ডেম কলেজ), এবং রাধ চৌধুরী (নটর ডেম কলেজ)। দলের সমন্বয়ক ছিলেন দুই জন টিম লিডার – ফাহিম রাজিত হোসেন এবং মাহমুদ উন নবী।

এই বছর তাসদিক আহমেদ তন্ময় ব্রোঞ্জ পদক জিতে বাংলাদেশের সর্বকনিষ্ঠ আইওএএ মেডেলিস্ট হিসেবে ইতিহাস গড়েছেন। তার সাফল্যের ব্যাপারে তিনি বলেন, “আমার অলিম্পিয়াড যাত্রা ষষ্ঠ শ্রেণিতে শুরু হয়েছিল। তখনই আমি স্বপ্ন দেখতাম একদিন বিদেশে গিয়ে আমার দেশের প্রতিনিধিত্ব করব এবং একটি পদক আনব।” তিনি আরও বলেন, যদিও এটি তার স্বপ্ন পূরণ হয়েছে, তিনি “আরও একটি সুযোগের জন্য চেষ্টা করবেন যাতে বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে আরও উঁচুতে তুলে ধরা যায়।”

অন্য সদস্য লাবিব বিন আজাদ সম্মাননাসূচক পুরস্কার পেয়েছেন। তিনি বলেন, প্রথমবারের মতো আন্তর্জাতিক দলের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার কথা কল্পনাও করেননি। “আমি আমার দেশের জন্য একটি আন্তর্জাতিক অর্জন নিয়ে আসতে পেরে কৃতজ্ঞ,” তিনি যোগ করেন।

টিম লিডার ফাহিম রাজিত হোসেন জানান, “এই বছরের অংশগ্রহণকারীরা মূলত অলিম্পিয়াড সার্কিটের নতুন ছিল। আমাদের দেশের দৃষ্টিকোণ থেকে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান একটি নতুন ক্ষেত্র হওয়ায়, তাদের প্রথম অংশগ্রহণে এমন একটি উজ্জ্বল পারফরম্যান্স প্রত্যাশা করেননি।”

বাংলাদেশের দল আগামী অক্টোবর মাসে কাঠমাণ্ডু, নেপালে অনুষ্ঠিত ৩য় আন্তর্জাতিক অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জুনিয়র (আইওএএ জুনিয়র) প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করবে। “আমরা এখন আমাদের প্রথমবারের মতো আইওএএ জুনিয়র প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছি,” যোগ করেন বিডিওএএ-এর পাবলিক রিলেশনস ম্যানেজার সাদমান এস আজাদ।

দলটি তাদের এই সাফল্য বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সকল শহীদদের উৎসর্গ করে, যারা একটি সংস্কারিত বাংলাদেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট