দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:১৯

ভারত থেকে কেনা হচ্ছে ৫০ হাজার টন চাল, প্রতি কেজির দাম ৫৬ টাকা ৫৯ পয়সা

চাল

ভারতীয় একটি প্রতিষ্ঠান থেকে ৫৬ টাকা ৫৯ পয়সা কেজিতে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। প্রতি টন ৪৭১ দশমিক ৬০ মার্কিন ডলার হিসাবে এ চাল কিনতে ব্যয় হবে ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮২ কোটি ৯৬ লাখ টাকা। সেই হিসাবে প্রতি কেজি চালের দাম পড়বে ৫৬ টাকা ৫৯ পয়সা।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চাল আমদানির জন্য উন্মুক্ত দরপত্র ডাকা হলে পাঁচটি আবেদন জমা পড়ে এবং সবার প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। শেষ পর্যন্ত সর্বনিম্ন দরদাতা হিসেবে চাল সরবরাহের কাজ পায় এসএইএল অ্যাগ্রি কমোডিটিজ লিমিটেড।

বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করে দুই কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে বৈঠকে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৩৬৬ কোটি ৬৪ লাখ টাকা। কাজ পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড। এ কোম্পানি প্রতি এমএমবিটিইউর দাম নেবে ১৪ দশমিক ৫৫ মার্কিন ডলার।

এদিকে ২ লাখ ৩০ হাজার টন সার কেনার আলাদা প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার জন্য ৯০০ কোটি টাকা ব্যয় হবে। সিঙ্গাপুর, রাশিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার ও সৌদি আরবের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের সার আমদানি করা হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট