দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:০৩

‘দরদ’ সিনেমা দেখতে যাচ্ছেন শাকিব খান

১৫ নভেম্বর থেকে দেশের ৮৩টি সিনেমা হলে সুপারস্টার শাকিব খানের ছবি ‘দরদ’ প্রদর্শিত হচ্ছে, যা একযোগে আমেরিকা, মালদ্বীপসহ অন্যান্য দেশে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনেই হলগুলোতে ঈদের মতো এক উল্লাস দেখা গেছে। রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’-এ শাকিব খানের অভিনয়ের প্রশংসা করছে দর্শকরা, অনেকেই বলছেন, “এ কোন শাকিব খান!” দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থবির থাকলেও প্রথম দিন থেকেই সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে ‘দরদ’ দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

এদিকে, ‘দরদ’ মুক্তির সময় শাকিব খান মুম্বইয়ে ‘বরবাদ’-এর শুটিং করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি দর্শকদের ‘দরদ’ উন্মাদনা দেখছিলেন এবং নিজেও দেশে ফিরেই ছবিটি বড় পর্দায় দেখতে অপেক্ষা করছিলেন। অবশেষে ২২ নভেম্বর সন্ধ্যায়, রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের আয়োজনে ‘দরদ’-এর একটি স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সিনেপ্লেক্সের তিনটি হলের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। জানা যায়, শাকিব ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন। ছবিটি দেখে শাকিব তার অনুভূতি এবং ভবিষ্যৎ সিনেমা কর্মপরিকল্পনা শেয়ার করবেন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও তার সঙ্গে বসে ‘দরদ’ উপভোগ করবেন।

 

দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলেও, দর্শকরা সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে ‘দরদ’ দেখতে যাচ্ছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব বলেন, “প্রথম দিন থেকে প্রেক্ষাগৃহে দর্শকরা ‘দরদ’ দেখতে ছুটে আসছেন, তাদের কাছে আমি অসীম কৃতজ্ঞ। বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি জানছি, সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও ‘দরদ’ ভরা ভালোবাসা পাচ্ছি।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট