দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৩৭

অপি করিমের আবেদন

সম্প্রতি, বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রিমার্ক-হারল্যানের উদ্যোগে ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’ স্লোগান নিয়ে একটি ক্যাম্পেইন শুরু করা হয়। এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা, যাদের মধ্যে ছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। শুটিংয়ের টয়লেটের খারাপ অবস্থার কথা উল্লেখ করে তিনি অনুরোধ করে বলেন, “এখানে আমার সব কলিগরা আছেন। শিল্পী হিসেবে বলতে চাই, সবাই তো দূর-দূরান্তের কথা বলেছে, বান্দরবানের কথা বলছে। কিন্তু আমরা যখন শুটিং করতাম, তখন সকালবেলা বাসা থেকে ওয়াশরুমে যেতাম এবং রাতের বেলায় বাসায় ফিরে ওয়াশরুম ব্যবহার করতাম। শুটিং হাউজগুলোর অবস্থা খুব খারাপ, আমি অনুরোধ করবো টাইলক্সকে এ বিষয়টা দেখবেন।”

 

অপি করিম আরও বলেন, “বিশ্ব টয়লেট দিবসে এখানের প্রতিপাদ্য বিষয়টা খুব ভালো। আমি যেহেতু শিক্ষকতা করি, বিল্ডিং ডিজাইন হোক কিংবা অন্য কিছু, আমরা প্রথমেই যা শিখাতে চাই তা হলো কিচেন এবং টয়লেট। বিশেষ করে টয়লেট। কারণ একটি সুন্দর বেডরুম বানালাম, সুইচ টিপলে লাইট জ্বলে, গান বাজে, পর্দা নামছে—কিন্তু সুস্থতা বা হাইজেনিক বিষয়টা আসে টয়লেট থেকেই।”

 

এছাড়া, অভিনয়ের বাইরে অপি করিম দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। তিনি দেশের এক স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ