১৫ নভেম্বর থেকে দেশের ৮৩টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘দরদ’। একই সঙ্গে ছবিটি মুক্তি পেয়েছে আমেরিকা, মালদ্বীপসহ আরও কিছু দেশে। মুক্তির প্রথম দিন থেকেই দেশ-বিদেশে দর্শকদের সাড়া পাচ্ছে ‘দরদ’। প্রথম দিনেই হলগুলোতে ঈদের আমেজ দেখা গিয়েছিল। রোমান্টিক-থ্রিলার ধাঁচের এই ছবিতে শাকিব খানের অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা। অনেকেই বলছেন, “এ কোন শাকিব খান!” দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলেও, প্রথম দিন থেকেই সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে ‘দরদ’র দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
এদিকে, ‘দরদ’ মুক্তির সময় শাকিব খান মুম্বইয়ে ‘বরবাদ’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি ‘দরদ’র উন্মাদনা দেখছিলেন এবং দেশে ফিরেই ছবিটি প্রেক্ষাগৃহে উপভোগ করার অপেক্ষায় ছিলেন। এবার, ২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায়, রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের আয়োজনে ‘দরদ’ ছবির একটি স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সিনেপ্লেক্সের তিনটি হলের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। জানা যায়, শাকিব ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন। ছবিটি উপভোগ করার পর শাকিব তার অনুভূতি এবং ভবিষ্যৎ চলচ্চিত্র কর্মপরিকল্পনা শেয়ার করবেন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিবারের সদস্যরাও তার সঙ্গে বসে ‘দরদ’ দেখবেন। দেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও দর্শকরা সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে ‘দরদ’ দেখতে যাচ্ছেন, যা শাকিবের জন্য কৃতজ্ঞতার বিষয়। তিনি বলেন, “প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকরা ‘দরদ’ দেখতে ছুটে আসছেন, তাদের কাছে আমি অসীম কৃতজ্ঞ। সংবাদমাধ্যমে ইন্টারভিউয়ের মাধ্যমে সাধারণ দর্শক এবং শাকিবিয়ানদের কাছ থেকে পেয়েছি ‘দরদ’ ভরা ভালোবাসা।”