বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সর্বোচ্চ পদ ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৌ শাখার ক্যাডেট মো. রায়হান উদ্দিন। গত সোমবার তিনি সিইউও পদের জন্য বিএনসিসি খুলনা ফ্লোটিলা সদর দপ্তরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হন। বুধবার এক জমকালো অনুষ্ঠানে রায়হানকে সিইউও’র ব্যাজ পরিয়ে দেন খুলনা ফ্লোটিলার অধিনায়ক লেফটেন্যান্ট রুম্মান বিন ইসলাম (এক্স) বিএন এবং ট্রেনিং চিফ ও চিফ পেটি অফিসার মাসুদুল হাসান।
মো. রায়হান উদ্দিন রাবির হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এই বিশেষ অর্জন সম্পর্কে রায়হান উদ্দিন বলেন, “সিইউও হতে পেরে আমি আনন্দিত, তবে এর সঙ্গে দায়িত্বও বেড়ে গেলো। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি শাখাকে আরও শক্তিশালী এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই। এছাড়াও, বিভিন্ন আন্তঃপ্রতিযোগিতার মাধ্যমে ক্যাডেটদের চিন্তা, মনন এবং সৃজনশীলতা জাগ্রত করার চেষ্টা করব, যাতে তারা ক্যাম্পিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সম্মান বয়ে আনতে পারে।”
মো. রায়হান উদ্দিন ২টি ফ্লোটিলা ক্যাম্প, ১টি কেন্দ্রীয় ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া, তিনি ২০২২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস প্যারেড, ২০২৩ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস প্যারেড, ১৬ ডিসেম্বর বিজয় দিবস প্যারেড, ২০২৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস প্যারেড এবং ভর্তি পরীক্ষার ডিউটি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।