দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৪৪

গণতদন্ত কমিশন করে ছাত্র–জনতার অভ্যুত্থানে অপরাধীদের বিচার, আহতদের পুনর্বাসন চায় এবি পার্টি

রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এবি পার্টি। ঢাকা, ২০ নভেম্বর

গণতদন্ত কমিশন গঠন করে ছাত্র-জনতার অভ্যুত্থানে অপরাধীদের সঠিক বিচার, নিহত ব্যক্তিদের তালিকা তৈরি এবং আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে এবি পার্টি। দলটির নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয় একাত্তর চত্বরে এক বিক্ষোভ কর্মসূচিতে এবি পার্টির নেতারা এ কথাগুলো বলেন। এবি পার্টির যুব সংগঠন এবি যুব পার্টি এ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক। জুলাই গণ–অভ্যুত্থানে আহত ও শহীদদের রক্তের ওপর বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত উল্লেখ করে তিনি বলেন, আহত ও শহীদদের তালিকা করে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আহত ব্যক্তিদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

প্রধান বক্তা ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘জুলাই–আগস্টের দ্বিতীয় স্বাধীনতাযুদ্ধে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের কথা যাতে দেশের মানুষ জানতে পারে, কারা এই গণহত্যায় জড়িত, কারা খুনি, তাদের সম্পর্কেও যেন জনগণ সঠিকভাবে জানতে পারে, সেই লক্ষ্যে অনেক আগেই আমরা সরকারের কাছে দাবি করেছিলাম একটি গণতদন্ত কমিশন গঠনের। এই গণতদন্ত কমিশনে আমেরিকান কনভেনশনাল সিস্টেমে গণশুনানি করতে হবে। এই গণশুনানির মাধ্যমে গণকবরে শহীদদের পরিচয় নিশ্চিত করা যাবে।’

বিক্ষোভে সভাপতিত্ব করেন এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে আওয়ামী প্রেতাত্মারা নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

এবি যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামানের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, সিনিয়র সহকারী সদস্যসচিব এ বি এম খালিদ হাসান প্রমুখ বক্তব্য দেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট