বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অচলাবস্থা কাটাতে এবং সংস্কারের লক্ষ্যে গঠিত কমিটির প্রধান আহ্বায়ক ছিলেন নাট্যজন মামুনুর রশীদ। তবে এবার ঘটেছে একটি নতুন ঘটনা—মাসপূর্তির আগেই তিনি পুরো আহ্বায়ক কমিটির বিলোপ চেয়েছেন। ১৯ নভেম্বর, সংস্কারের পরিবর্তে সংঘাতের কারণ উল্লেখ করে তিনি লিখিত চিঠিতে অপারগতা প্রকাশ করেন। ২৫ অক্টোবর ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক মলয় ভৌমিক, আহমদ ইকবাল হায়দার, নাদের চৌধুরী ও নাজনীন হাসান চুমকি।
অধ্যাপক মলয় ভৌমিক, আহ্বায়ক কমিটির সদস্য, জানান, ফেডারেশনের সাধারণ সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, তবে এখন সদস্যরা অব্যাহতি চেয়েছেন। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় কমিটির সঙ্গে কাজের জায়গায় কিছু সংঘাত তৈরি হয়েছে। আহ্বায়ক কমিটির দায়িত্ব ছিল ফেডারেশন পুনর্গঠন, তবে এখন তা সম্ভব হচ্ছে না।’’
মামুনুর রশীদ তার অব্যাহতিপত্রে লেখেন, আহ্বায়ক কমিটির বর্তমান সদস্যদের বাদ দিয়ে নতুন, যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা যেতে পারে এবং ফেডারেশনকে সুচারুভাবে পরিচালনার পথ অনুসন্ধান করা উচিত।
উল্লেখ্য, ২৫ অক্টোবর ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় ২৩২টি নাট্য সংগঠনের মধ্যে ১৯১টি উপস্থিত ছিল। সেই সভায় ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় লাকী ইনামকে এবং সংস্কারের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।