দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শেখ হাসিনা, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর প্রতীকী কফিন মিছিল করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্রজনতা’ নামে একটি সংগঠন।  বুধবার, মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পায়রা চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর, হলপাড়া, কলাভবনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়।

 

এ সময় ফ্যাসিবাদ বিরোধী ছাত্রজনতার প্রধান সংগঠক বিন ইয়ামিন মোল্লা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “ফ্যাসিবাদের হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তারা আর ফিরে আসবে না। তাহলে কেন ফ্যাসিবাদ আবার ফিরে আসবে? বড় রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদী শক্তির প্রতি সহযোগিতা প্রদান করছে, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিপদজনক।”

 

বিন ইয়ামিন আরও বলেন, “এখনো আহতরা হাসপাতালে কাতরাচ্ছে, অথচ শুনতে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে। আমাদের দাবী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং তাদের সহযোগীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।”

 

আন্দোলনের সংগঠক জিয়াউর রহমান জিয়া বলেন, “ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ১০০ দিন পার হলেও তারা এখনও উঁকিঝুঁকি মারছে। ছাত্র-জনতা আবার একত্রিত হয়েছে তাদের প্রতিরোধে।”

 

মিছিলে অংশগ্রহণকারী ছাত্ররা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না; জাতীয় পার্টির ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগানে প্রতিবাদ জানান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট