দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১৮:৩৩

আমাকে দেশনায়ক–রাষ্ট্রনায়ক সম্বোধন করবেন না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন থেকে তাঁকে ‘দেশনায়ক, রাষ্ট্রনায়ক’ সম্বোধন না করতে নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। আজ এক কর্মশালায় দেওয়া বক্তৃতায় তিনি এই অনুরোধ জানান।

তারেক রহমান আজ মঙ্গলবার বিকেলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সহকর্মী হিসেবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ। আপনাদের নেতা হিসেবে, আপনাদের প্রতি আমার নির্দেশ, আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ আমাকে দেশনায়ক, রাষ্ট্রনায়ক—এই শব্দগুলো বলবেন না। এটি আমার একটু অনুরোধ, আমার নির্দেশ।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী