দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩৪

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর রিমান্ডে

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে শুনানি শেষে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. আসাদুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

মামলার আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন বলেন, “তদন্তের স্বার্থে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, তবে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

 

তিনি আরও জানান, “১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তৎকালীন প্রক্টর শরিফুল ইসলাম উসকানিদাতাদের অন্যতম ছিলেন, যা আদালতে তুলে ধরা হয়েছে। শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন করেন, এবং আদালত তা মঞ্জুর করেন।”

 

এদিকে, এই মামলায় রংপুর মহানগর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় গ্রেপ্তার হয়েছেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আইনজীবী রোকন।

 

প্রক্টরের বোন শিক্ষানবিশ আইনজীবী সাদিয়া আক্তার ববি বলেন, “কোন প্রমাণ না থাকার পরেও ষড়যন্ত্রমূলকভাবে আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যদি অপরাধী হতেন, তাহলে আত্মগোপন করতেন, কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং আন্দোলনের সময় শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন।”

 

আদালতে সাবেক প্রক্টর শরিফুল ইসলাম জামিন প্রার্থনা করে বলেন, “বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। আমি কখনও রাজনীতি করিনি এবং আন্দোলনকালে শিক্ষার্থীদের সহযোগিতা করেছি। যদি আমাকে অপরাধী সাব্যস্ত করা হয়, তবে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হব।”

 

উল্লেখ্য, গত ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ সাতজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট