দ্যা নিউ ভিশন

ভিডিও ও ছবি তৈরিতে এআই টুল ব্যবহারে সতর্ক থাকুন

এআই টুল দিয়ে কৃত্রিম ছবি ও ভিডিও তৈরি করা যায়মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করে এখন সহজেই কৃত্রিম ভিডিও ও ছবি তৈরি করা সম্ভব, যার কারণে অনেকেই শখ বা কাজের প্রয়োজনে এসব টুল ব্যবহার করছেন। তবে, সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের এই আগ্রহের সুযোগ নিয়ে ভুয়া এআই টুল তৈরি করছে, যার মাধ্যমে ম্যালওয়ার ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব ভুয়া টুল ডাউনলোড করলেই স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে ম্যালওয়ার প্রবেশ করে, যা তথ্য চুরি করতে থাকে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ভিডিও ও ছবি তৈরির এসব ভুয়া এআই টুলের মাধ্যমে উইন্ডোজ এবং ম্যাকওএস অপারেটিং সিস্টেমে ‘লুমা স্টিলার’ এবং ‘এএমওএস ইনফোস্টিলার’ নামে ম্যালওয়ার প্রবাহিত হচ্ছে। এই ম্যালওয়ার কম্পিউটারে ঢুকেই ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য এবং ইন্টারনেট ব্যবহারের ইতিহাস চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দিচ্ছে।

ভুয়া এআই টুলগুলো সহজে ডাউনলোড করার সুযোগ দিতে সাইবার অপরাধীরা বিভিন্ন প্রতিষ্ঠানের নামের আদলে ওয়েবসাইট তৈরি করেছে। এসব ওয়েবসাইট গুগলের সার্চ ফলাফলের শীর্ষে প্রদর্শিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালানো হয়, যাতে ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়ে সেগুলো ডাউনলোড করে সাইবার হামলার শিকার হচ্ছেন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ভিডিও ও ছবি তৈরির ভুয়া এআই টুলগুলো ডাউনলোড করার আগে নির্মাতা প্রতিষ্ঠানের পরিচিতি এবং গ্রহণযোগ্যতা যাচাই করতে। এছাড়া, কম্পিউটারে নিয়মিতভাবে হালনাগাদ অ্যান্টিভাইরাস ব্যবহার করার পরামর্শও দিয়েছেন তাঁরা।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ