দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২২:২৪

জামালপুরে দুই বছর আগে সংঘটিত হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতা মির্জা আজমসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মির্জা আজমছবি: সংগৃহীত

জামালপুরে ২০২২ সালের একটি মিছিলে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মির্জা আজম, মো. আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বাদী জামালপুর শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ, যিনি মামুন নামে পরিচিত।

গত সোমবার রাতে সদর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে এই মামলা দায়ের করেন শেখ ফরিদ।

মামলার অন্যান্য আসামির মধ্যে জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র, জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন এবং অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ রয়েছে।

প্রায় দুই বছর পর মামলাটি দায়ের করা প্রসঙ্গে শেখ ফরিদ বলেন, ‘‘ঘটনার দিন বকুলতলা এলাকায় আমাদের একটি মিছিল ছিল। তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় আমাদের অনেক নেতা-কর্মী আহত হন। তবে তখন মামলা করার মতো পরিস্থিতি ছিল না, কারণ পুলিশ আমাদের চিকিৎসা নিতে দিচ্ছিল না। পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হয়।’’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির বিভিন্ন দাবি নিয়ে জামালপুর শহরে একটি গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বকুলতলা এলাকায় পথসভা করার সময় আওয়ামী লীগের সমর্থকদের হামলার শিকার হন বিএনপি নেতা-কর্মীরা। হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের আহত করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো. আতিক জানান, ‘‘মামলাটি রেকর্ড করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ