দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২২:০১

বাংলাদেশে আগামী নির্বাচন পর্যবেক্ষণ এবং সহায়তা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ।

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সহায়তা দিতে আগ্রহী কমনওয়েলথ। আজ মঙ্গলবার, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠককালে কমনওয়েলথের প্রতিনিধিদল তাদের এই আগ্রহের কথা জানায়।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

বৈঠক শেষে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের জানান, “কমনওয়েলথের প্রতিনিধিরা আমাদের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। তারা বলেছেন, তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়তা করতে চান। তাদের কোনো চাপ দেওয়ার উদ্দেশ্য নেই, বরং তারা নির্বাচন ব্যবস্থার উন্নতির জন্য আমাদের সহায়তা দিতে প্রস্তুত।”

বদিউল আলম মজুমদার আরও বলেন, “কমনওয়েলথের প্রতিনিধিরা আমাদের কোনো প্রেসক্রিপশন বা নির্দেশনা দিতে আসেননি। তারা সহযোগিতা করতে চায়, তবে তা আমাদের প্রয়োজন অনুযায়ী।”

বৈঠক শেষে কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল, লুইস গাব্রিয়েল ফ্রান্সেসকি বলেন, “আমাদের কাছে কোনো সুপারিশ নেই। সুপারিশ আসবে সংস্কার কমিশনের পক্ষ থেকে। আমরা কমিশনকে সহযোগিতা করতে চাই, যেখানে প্রয়োজন, সেখানেই সাহায্য করতে প্রস্তুত। আমাদের উদ্দেশ্য সমস্যা সমাধান করা নয়, বরং সাহায্য এবং শিক্ষা প্রদান করা।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ