হংকংয়ের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত জাতীয় নিরাপত্তা মামলায় গণতন্ত্রপন্থী নেতা বেনি তাইসহ ৪৫ জন অধিকারকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার হংকংয়ের একটি আদালত এই রায় দেয়।
মামলার অন্যতম প্রধান অভিযুক্ত বেনি তাইকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬০ বছর বয়সী বেনি তাই একজন আইন বিশেষজ্ঞ এবং ২০১৪ ও ২০১৯ সালে হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সরকারি কৌঁসুলি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের ‘সংগঠক’ হওয়ার অভিযোগে অভিযোগ আনেন, বিশেষ করে ২০২০ সালের জুলাই মাসে তিনি অধিকারকর্মী ও রাজনীতিবিদদের একত্রিত করে ‘অস্থিরতা সৃষ্টি’ করার পরিকল্পনা করেছিলেন বলে দাবি করা হয়।
এছাড়া আরও ৪৪ জন গণতন্ত্রপন্থী অধিকারকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা সবাই বিদ্রোহের চেষ্টার জন্য ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। কৌঁসুলিদের অভিযোগ, এই ব্যক্তিরা হংকংয়ে ‘সরকার উৎখাতের’ উদ্দেশ্যে কাজ করছিলেন। তবে দুজনকে খালাস দেওয়া হয়েছে।
২০২১ সালের মার্চে এই মামলার বিচার কার্যক্রম শুরু হয় এবং অভিযুক্তদের মধ্যে বেশিরভাগকেই জামিন অযোগ্য ধারায় আটক রাখা হয়েছিল, অনেককে দীর্ঘদিন রিমান্ডে রাখা হয়েছিল। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে হংকংয়ের জাতীয় নিরাপত্তা পুলিশ ৪৭ জনকে গ্রেপ্তার করেছিল। আদালতে বেনি তাইসহ ৩১ জন দোষ স্বীকার করেছেন।
বিবিসি জানিয়েছে, সাজাপ্রাপ্তদের মধ্যে হংকংয়ের প্রভাবশালী অধিকারকর্মী জোশুয়া অংও রয়েছেন, যিনি এই মামলার অন্যতম পরিচিত নাম।