মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণের কারণে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিএনপির নেতা জামাল উদ্দিন গাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে জামাল উদ্দিন দাবি করেছেন, তিনি মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেননি, এমনকি গত এক মাসে মোটরসাইকেলও ব্যবহার করেননি। তাঁর মতে, কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বুঝিয়ে তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় পক্ষ থেকে জামাল উদ্দিন গাজীকে বহিষ্কারের একটি চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়, জামাল উদ্দিন গাজী দলীয় নির্দেশনা উপেক্ষা করে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন, যা দলের শৃঙ্খলার বিরুদ্ধে এবং চরম অবমাননা। ফলে তাঁকে সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিটি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষর করেছেন।
তবে জামাল উদ্দিন গাজী এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রথম আলোকে জানান, গতকাল তিনি প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে খাসেরহাটে একটি সমাবেশে যোগ দিয়েছিলেন, যেখানে ফ্যাসিস্টদের বিচার ও শাস্তির দাবিতে প্রচার করা হয়েছিল। তিনি দাবি করেছেন, মোটরসাইকেল শোভাযাত্রার ব্যাপারে তিনি কিছুই জানেন না এবং গত এক মাসে তিনি মোটরসাইকেলে ওঠেননি।
এছাড়া, জামাল উদ্দিন জানান, তিনি দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপি ও তার সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বহু মামলার আসামি। তাঁর ধারণা, সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে দলের ভেতরের কিছু কুচক্রী তাকে ভুল বুঝিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে বহিষ্কারের ব্যবস্থা করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানও এ ব্যাপারে বলেন, গতকাল জামাল উদ্দিন গাজী পায়ে হেঁটে সমাবেশে যোগ দিয়েছেন, সেখানে মোটরসাইকেল শোভাযাত্রা হয়নি। তিনি দাবি করেন, কেন্দ্রীয় নেতাদের ভুল বোঝানোর ফলে জামাল উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।