দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২২:৪৬

“জন্মদিনে চমক উপহার দিলেন রুনা লায়লা”

“উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন ছিল গতকাল। এ উপলক্ষে তিনি ভক্তদের জন্য একটি বিশেষ চমক উপহার দিয়েছেন। উপহারটি হলো তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘দ্য রুনা লায়লা’। এই প্রথমবার তিনি ইউটিউবে তার নিজস্ব চ্যানেল খুলেছেন।  এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, ‘আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক শুভেচ্ছা পাঠান, ভালোবাসা দেন, উপহার দেন এবং দোয়া-আশীর্বাদ করেন। ভাবলাম, এবার আমিই আপনাদের জন্য একটা উপহার দেবো। সেটি হলো আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।’

 

তিনি আরও বলেন, ‘গানের জগতে আমার ৬০ বছরের পথচলায় যা কিছু করেছি এবং আগামীতে কী করতে চাই, সেসব তুলে ধরতে আপনাদের ভালোবাসা ও পাশে থাকা প্রয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। অনেক ধন্যবাদ।’

 

ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ভিডিও বার্তাটি শেয়ার করার সময় রুনা লায়লা লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ! আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেয়ার করতে পেরে দারুণ আনন্দিত।’

 

তার ইউটিউব চ্যানেলে প্রথম আপলোড করা হয়েছে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ শীর্ষক ভিডিওটি। দ্বিতীয় কন্টেন্ট হিসেবে রয়েছে ‘হ্যালো হাই’ গানটি, যা ১৯৮২ সালে ইএমআই মিউজিক কোম্পানি থেকে প্রকাশিত তার অ্যালবামের অংশ। প্রকাশের প্রথম দিনেই অ্যালবামের এক লাখ কপি বিক্রি হয়েছিল, যার জন্য তিনি গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড পান।

 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন। তার ইউটিউব চ্যানেলে বলিউডের জনপ্রিয় গান ‘তুমহে হো না হো’ ও ‘দো দিওয়ানে শেহার মে’ আপলোড করা হয়েছে, যা ১৯৭৭ সালে ‘ঘারোন্দা’ ছবির অংশ ছিল। এছাড়াও, একটি বাংলা দেশাত্মবোধক গান, একটি ফোক গান এবং একটি পাঞ্জাবি গান চ্যানেলে পাওয়া যাচ্ছে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ