দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:২৯

বিদ্যা সিনহা মিম সম্প্রতি ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ

বড় বাজেটের ছবি এবং তারকাদের সমাবেশ মানেই যে বক্স অফিসে সাফল্য, তা সবসময় নিশ্চিত নয়। সম্প্রতি এমন বেশ কিছু ছবি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছে, যা প্রমাণ করেছে যে এই সূত্র সবসময় কার্যকরী নয়। এ প্রসঙ্গে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান মন্তব্য করেছেন, ছবির সাফল্য মূলত তার প্রেক্ষাপট এবং নির্মাণের ওপর নির্ভর করে।

 

বিদ্যা বলেন, “সব ছবিকে একই গোত্রে ফেলা ঠিক নয়। আমরা এটা কখনোই নিশ্চিতভাবে বলতে পারি না যে, তারকাখচিত ছবি মানেই বক্স অফিসে সফলতা বা ব্যর্থতা। এমন অনেক ছবি আছে যেখানে বড় তারকারা ছিলেন, তবুও ছবিগুলো ব্যর্থ হয়েছে। উদাহরণস্বরূপ, ‘স্ত্রী ২’, ‘সিংহাম এগেইন’, ‘ভুল ভুলাইয়া ৩’—এসব ছবির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।”

 

তিনি আরও যোগ করেন, “প্রতিটি ছবির নির্দিষ্ট ভাগ্য থাকে, যা কখনো অনুকূলে থাকে আবার কখনো নয়। ছবিটি ভালো হলে তার সফল হওয়ার সম্ভাবনা বেশি। তবে এটি বলার অপেক্ষা রাখে না যে, কিছু ক্ষেত্রে ছবি ভালো হলেও ডিস্ট্রিবিউশনের দুর্বলতার কারণে দর্শকের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। এটি একটি বড় সমস্যা।”

 

বলিউড ইন্ডাস্ট্রিকে “রহস্যজনক ও অমানবিক” আখ্যা দিয়ে বিদ্যা বলেন, “ইন্ডাস্ট্রিতে অনেক সাফল্যের পরেও যদি কেউ একাধিকবার ব্যর্থ হয়, তাকে সহজেই উপেক্ষা করা হয়। এটি একটি কঠিন বাস্তবতা, যা মেনেই আমাদের কাজ চালিয়ে যেতে হয়।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ