চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বর্তমানে ফটোশুট ও বিভিন্ন ব্র্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যদিও সিনেমার শুটিং এখনো শুরু করেননি, তিনি অপেক্ষায় আছেন নতুন চলচ্চিত্রের কাজ শুরু করার। এর মধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা **‘আমি ইয়াসমিন বলছি’**-তে। সুমন ধর পরিচালিত এই চলচ্চিত্রে তুলে ধরা হবে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনের মর্মান্তিক ঘটনার গল্প।
১৯৯৫ সালে মাকে দেখতে যাওয়ার পথে কিশোরী ইয়াসমিনকে কয়েকজন পুলিশ সদস্য সংঘবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করে। পরে তার মরদেহ দিনাজপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে ব্র্যাক অফিসের পাশে রাস্তায় ফেলে যায়। পরদিন এ ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা দিনাজপুরের রাস্তায় প্রতিবাদে ফেটে পড়ে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পুলিশ বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালালে সামু, কাদের, সিরাজসহ ৭ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হন। এই ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে **‘আমি ইয়াসমিন বলছি’**।
মিম বলেন, “সত্য ঘটনা নিয়ে নির্মিত ছবির প্রতি সবারই আলাদা আগ্রহ থাকে, আমিও ব্যতিক্রম নই। ইয়াসমিনের এই মর্মান্তিক ঘটনাটি বারবার শুনেছি, পড়েছি। তার চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছি। শুটিং শুরু করার জন্য অপেক্ষায় আছি।” নির্মাতা জানিয়েছেন, খুব শিগগিরই ছবিটির কাজ শুরু হবে।