দ্যা নিউ ভিশন

জবিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিচারের দাবি জানিয়ে মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মো. জুনায়েত শেখের উপর ছাত্রদল নেতাদের হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট’ এর ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন জবির ক্রিয়াশীল সাংবাদিকদের তিনটি সংগঠনের এই জোট।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুন শেখ বলেন, সাংবাদিকরা কোনো পক্ষের নয়, তারা দেশের জনগণের পক্ষে কাজ করেন। কালের কণ্ঠের প্রতিনিধি মো. জুনায়েত শেখের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে, এবং ছাত্রদলকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

 

জবি প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আস-সাইফ বলেন, ২০১৮ সালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাংবাদিকরা এখানে দাঁড়িয়েছিলেন। পাঁচ বছর পর সেই নিষিদ্ধ সংগঠন আর না থাকলেও আজ আবার আমাদের এখানে দাঁড়াতে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি অভিযোগ করেন, হামলার ২৪ ঘণ্টা পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি এবং তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

জবি রিপোটার্স ইউনিটির সভাপতি অমৃত রায় বলেন, সাংবাদিকরা সমাজের সত্য-মিথ্যা তুলে ধরেন, তাই তাদের কাজে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, অতীতে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিষিদ্ধ হওয়ার পর, বর্তমান ছাত্রদলও যদি একই ধরনের কাজ করে, তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি ছাত্রদলের দায়িত্বপ্রাপ্তদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

 

এর আগে, ১৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় জবির ক্যাফেটেরিয়ার পাশে শিক্ষার্থীদের মারামারি ভিডিও করতে গিয়ে মারধরের শিকার হন মো. জুনায়েত শেখ। হামলাকারী ছাত্রদল নেতা মাসফিকুল রাইন, গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। এ ঘটনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিজ্ঞপ্তি দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের নেতারা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ