দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৩৭

অবরোধ তুলে নিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, ট্রেন চলাচল শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার পর ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন জেলার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। এর পাশাপাশি মহাখালী এবং আশপাশের এলাকার যানজটও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আজ সোমবার বিকেল ৪টার পর অবরোধ প্রত্যাহার করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর আগে, সকাল ১১টা থেকে তারা সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন। অবরোধের এক পর্যায়ে শিক্ষার্থীরা দুটি ট্রেন থামিয়ে তাতে হামলা করেন, যার ফলে ট্রেনের যাত্রীদের মধ্যে বেশ কিছুজন, including শিশুরাও, আহত হন।

 

অবরোধের কারণে ঢাকার সঙ্গে দেশের অনেক জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। পাশাপাশি, মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেওয়ায় মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এতে বাস ও ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির সম্মুখীন হন।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছিলেন যে, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন, এবং তাদের দাবি ছিল মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মহাখালীতেই আসতে হবে।

 

উল্লেখযোগ্য যে, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি সরকারি সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছিল, যার মধ্যে ছিল তিতুমীর কলেজ। তবে, এসব কলেজে পাঠদানে সমন্বয়হীনতা, খাতার অবমূল্যায়ন ও ফল বিপর্যয়ের মতো নানা সমস্যা বর্তমানে চলছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ