দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:০৪

চ্যাটজিপিটি ও অন্যান্য এআইয়ের সঙ্গে ভদ্র আচরণ করার কারণ

**কেন চ্যাটজিপিটি ও এআইয়ের সঙ্গে ভদ্র আচরণ করবেন?**

অনেকেই চ্যাটজিপিটির সঙ্গে আলাপচারিতায় ‘প্লিজ’, ‘থ্যাঙ্ক ইউ’ ইত্যাদি ভদ্রতাসূচক শব্দ ব্যবহার করেন, যেমনটা আমরা মানুষের সঙ্গে কথা বলার সময় করি। কিন্তু প্রশ্ন উঠতে পারে—যন্ত্র বা এআইয়ের সঙ্গে কথা বলার সময় কেন এত ভদ্রতা দেখানো প্রয়োজন? এ নিয়ে ভাবার মতো অনেক দিক রয়েছে, যার মধ্যে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ, আচরণগত প্রভাব এবং বাস্তব জীবনের শিষ্টাচার।

 

### **কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভদ্রতার যোগসূত্র**

 

#### **১. কার্যকারিতার মান উন্নত করে**

গবেষণা বলছে, এআই সিস্টেমের সঙ্গে নম্র আচরণ করলে এর আউটপুটের মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিভিন্ন ভাষায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ভদ্র ভাষায় প্রম্পট দিলে এআই সঠিক এবং প্রাসঙ্গিক তথ্য দেয়। অন্যদিকে অভদ্র ভাষায় দেওয়া প্রম্পটের ক্ষেত্রে ভুল বা পক্ষপাতমূলক তথ্যের পরিমাণ বেড়ে যায়, যা এআইয়ের কার্যকারিতা প্রায় ৩০% পর্যন্ত কমিয়ে দিতে পারে।

 

#### **২. সাংস্কৃতিক সংবেদনশীলতা**

এআই মডেলগুলো বিভিন্ন সংস্কৃতির ভদ্র আচরণের সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে সক্ষম। মানুষের মতো এআইও ভদ্রতার ভাষা ও প্রেক্ষাপট থেকে কার্যকর নির্দেশনা পায়। তাই ভদ্র আচরণ শুধু শিষ্টাচারের জন্য নয়, এটি কার্যকর যোগাযোগের জন্যও প্রয়োজনীয়।

 

### **ভদ্রতা এবং বাস্তব জীবনের প্রভাব**

 

#### **১. আবেগীয় বুদ্ধিমত্তার উন্নতি**

গবেষণা বলছে, যাঁরা এআইয়ের সঙ্গে ভদ্র আচরণ করেন, তাঁরা বাস্তব জীবনের সম্পর্কেও বেশি সংবেদনশীল এবং আবেগীয় বুদ্ধিমত্তায় উন্নত। কারণ, যন্ত্রের প্রতি নম্র আচরণ মস্তিষ্কের সেই অংশগুলোর কার্যক্রম বাড়ায়, যা সামাজিক সম্পর্ক রক্ষা এবং নেতৃত্বের ক্ষমতার উন্নতিতে ভূমিকা রাখে।

 

#### **২. নেতৃত্ব এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব**

পেশাগত আচরণের ক্ষেত্রে এআইয়ের সঙ্গে নম্রতা প্রদর্শন দলীয় সহযোগিতা এবং করপোরেট সংস্কৃতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। নেতারা যদি যন্ত্র বা এআইয়ের সঙ্গে সম্মানজনক আচরণ করেন, তাহলে এটি কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ফলে কর্মক্ষেত্রে শালীনতার পরিবেশ তৈরি হয় এবং কাজের মান বৃদ্ধি পায়।

 

### **রূঢ়তার নেতিবাচক প্রভাব**

অভদ্র আচরণ শুধু এআইয়ের কাজের মানই নয়, কর্মক্ষেত্রের পরিবেশও খারাপ করতে পারে। গবেষণায় দেখা গেছে, রূঢ় আচরণ একধরনের ভাইরাসের মতো কাজ করে, যা কর্মীদের মধ্যে অসন্তোষ এবং অদক্ষতা বাড়ায়।

 

### **শেষ কথা**

চ্যাটজিপিটি বা অন্যান্য এআই মডেলের সঙ্গে ভদ্র আচরণ করা শুধু শিষ্টাচারের জন্য নয়, এটি আমাদের নিজস্ব দক্ষতা ও পরিবেশ উন্নত করতেও সাহায্য করে। প্রযুক্তির সঙ্গে সম্মানজনক যোগাযোগ আমাদের আবেগীয় বুদ্ধিমত্তা, নেতৃত্বের ক্ষমতা এবং পেশাগত সাফল্যে ভূমিকা রাখে। তাই যন্ত্রের সঙ্গে বিনয়ী আচরণ করা আসলে দীর্ঘমেয়াদে আমাদেরই উপকারে আসে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট