দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:০৫

ট্রাম্পের সম্ভাব্য অর্থমন্ত্রীর তালিকায় যুক্ত হলো আরও দুই নাম

মার্কিন ধনকুবের মার্ক রোয়ান (বায়ে) এবং ফেডারেল রিজার্ভের সাবেক গভর্নর কেভিন ওয়ারশ (ডানে)ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সম্ভাব্য অর্থমন্ত্রীর তালিকায় নতুন করে দুটি নাম যুক্ত হয়েছে। তারা হলেন ফেডারেল রিজার্ভের সাবেক গভর্নর কেভিন ওয়ারশ এবং মার্কিন ধনকুবের মার্ক রোয়ান।

নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল রোববার এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।

৫৪ বছর বয়সী কেভিন ওয়ারশ সাবেক বিনিয়োগ উপদেষ্টা এবং ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভ বোর্ডে কাজ করেছেন। অন্যদিকে, ৬২ বছর বয়সী মার্ক রোয়ান বিনিয়োগ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সহপ্রতিষ্ঠাতা এবং ২০২১ সালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ৬৫ বছর বয়সী রিপাবলিকান সিনেটর বিল হ্যাগারটিও অর্থমন্ত্রীর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন। গত সপ্তাহে তিনি ট্রাম্পের সঙ্গে মার-এ-লাগোতে দেখা করেন।

এখনও ট্রাম্প তাঁর পছন্দের অর্থমন্ত্রী প্রার্থী ঘোষণা করেননি, তবে বিনিয়োগ ব্যাংক ক্যান্টর ফিটজেরাল্ডের সিইও হাওয়ার্ড লুটনিক এবং বিনিয়োগকারী স্কট বেসেন্টকে নিয়ে আলোচনা চলছে এবং তারা এই পদে এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, লুটনিক ও বেসেন্টের বিষয়টি নিয়ে ট্রাম্প পুনরায় ভাবনা শুরু করেছেন। সূত্রটি আরও জানিয়েছে, এই সপ্তাহে ট্রাম্প সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাঁদের মার-এ-লাগো বাসভবনে আমন্ত্রণ জানাতে পারেন।

ধনকুবের ইলন মাস্ক ও রবার্ট এফ কেনেডি জুনিয়র গত শনিবার লুটনিকের পক্ষে মত প্রকাশ করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ