দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫০

মত বদলে মিঠুন বললেন, “এমনই একটা বাংলা দেখতে চেয়েছিলাম”।

কয়েক দিন আগেই টালিউডের প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখে বলেছিলেন, ‘বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছি।’ তবে গত তিন সপ্তাহে পশ্চিমবঙ্গের প্রতিবাদ আন্দোলন দেখে তিনি এবার মত পরিবর্তন করেছেন। আরজি কর ইস্যুতে রাজ্যজুড়ে গড়ে ওঠা আন্দোলন দেখে মিঠুন এবার খুশি। সোমবার কলকাতায় এসে তিনি প্রতিবাদী বাংলাকে নিয়ে গর্ব প্রকাশ করেন।

 

আরজি কর ঘটনার পর থেকে বাংলার শিল্পীমহল যে প্রতিবাদে সরব হয়েছে, তা নিয়ে নেটিজেনদের একাংশ প্রতিনিয়ত কটাক্ষ করছিলেন। কিন্তু তাদের উপেক্ষা করে সিনেমা জগতের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে রাজপথে নেমে বিচার চেয়েছেন। তাদের প্রতিটি মিছিলে গর্জে উঠেছে একটি স্লোগান- ‘জাস্টিস ফর আরজি কর’। যদিও ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বিচার অধরা, তবে কেউই আশাহত নন। সবার নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে। বাংলার এই প্রতিবাদী চেতনা দেখে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এমনই একটা বাংলা দেখতে চেয়েছিলাম, আজ তা দেখে আনন্দ হচ্ছে।’

 

আন্দোলনটি রাজনৈতিক না অরাজনৈতিক—এমন প্রশ্নে মিঠুন চক্রবর্তী বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই যেন এই আন্দোলনে একসঙ্গে থাকি। আর আমি এটা বলছি মানেই যে বিজেপি বলছে, তা নয়। আমি ব্যক্তি মিঠুন চক্রবর্তী হিসেবে বলছি।’

 

উল্লেখ্য, আরজি কর ঘটনার পর এক ভিডিও বার্তায় মিঠুন চক্রবর্তী বলেছিলেন, ‘আমি বহুদিন ধরে বলে আসছি, পশ্চিমবঙ্গের অবস্থা আগামী দিনে ভয়াবহ হতে পারে। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছি। যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক, এটাই আমার চাওয়া।’ তবে দুই সপ্তাহ পর তিনি মত পরিবর্তন করে আন্দোলনের প্রশংসা করেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট