দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটির ৬ নেতাকে অব্যাহতি

ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগের প্রমাণ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার চার দিনের মাথায় আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাদের অব্যাহতি দেওয়ার কথা জানায় কেন্দ্রীয় ছাত্রদল।

অব্যহাতি পাওয়া ছয় নেতা হলেন কমিটির সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও মাহাদী ইসলাম, জেন্ডার ন্যায্যতা ও সমতাবিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সহসম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আবদুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন।

১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন শিক্ষার্থীরা। এসব পোস্টে নতুন কমিটির কয়েকজনের বিরুদ্ধে অতীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। একজনের বিরুদ্ধে ফেসবুকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘কটূক্তি’ করার অভিযোগ সামনে আসে।

ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগগুলো তদন্তের জন্য কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ছয় নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।’ এই তদন্তপ্রক্রিয়া চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট