দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৩৮

“‘দরদ’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া”

শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’। ঈদের বাইরে দীর্ঘদিন পর এ নায়কের সিনেমা মুক্তি পাওয়ায় এটি তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। মুক্তির পর মাত্র দু’দিন পেরোলেও ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। প্রতিক্রিয়া শুরু হয়েছিল ছবির মুক্তির আগে থেকেই, কারণ ছবির গান মুক্তি দেওয়া হয়েছিল সিনেমার মুক্তির আগে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গীতিকার, সুরকার এবং দর্শকরা। নির্মাতা অনন্য মামুনও সমালোচিত হয়েছেন, কারণ ছবির প্রচারণা তেমন জোরালোভাবে শুরু হয়নি এবং এর ফলে শাকিবভক্তরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

মুক্তির পর শাকিব ভক্তরা উচ্ছ্বসিত হলেও ছবির গান ‘এক প্রেম’ নিয়ে গীতিকবি সোমেশ্বর অলি সামাজিক মাধ্যমে পোস্ট করেন, যেখানে তিনি অভিযোগ করেন যে, ছবির ক্রেডিটে তার নাম না দিয়ে অন্য কারও নাম রাখা হয়েছে। তিনি আইনি পদক্ষেপ নেবারও ঘোষণা দেন, তবে পরে ওই পোস্টটি সরিয়ে নেন।

 

এদিকে, ছবির মুক্তির প্রথম দিনেই পাইরেসির অভিযোগ উঠেছে এবং ৩০ মিনিট থেকে এক ঘণ্টার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্মাতা অনন্য মামুন নিজেও পাইরেসির ঘটনায় আইনি সহায়তা নিচ্ছেন বলে জানান। ছবির ব্যবসায়িক দিক নিয়ে দাবি করা হচ্ছে, প্রথম দিনেই ছবিটি ১.৪ কোটি টাকা আয় করেছে এবং শাকিবের পূর্ববর্তী সুপারহিট সিনেমা ‘তুফান’ এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘দরদ’, তবে এর সঠিক তথ্য-প্রমাণ এখনো উপস্থাপন করা হয়নি।

 

দেশের সর্বোচ্চসংখ্যক হলে মুক্তি পাওয়া ‘দরদ’ বিশ্বের ২৩টি দেশে মুক্তি পেয়েছে। শাকিব ভক্তদের মাঝে এই সিনেমা নিয়ে উচ্চাশা থাকলেও, কিছু ভক্ত মুক্তির আগেই ছবিটি বয়কটের ডাক দিয়েছিলেন। অনেকেই ছবির নির্মাণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন, বিশেষ করে গান ও শাকিবের অভিনয়ের বাইরে ছবিটি তেমন আগ্রহের সৃষ্টি করতে পারেনি। ছোট পর্দার পরিচালক এস আর মজুমদার ছবিটি দেখে সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, “শুধু টাকা আর সুপারস্টার থাকলেই সিনেমা হয় না। সিনেমা বানাতে মেধা লাগবে।” তিনি ‘দরদ’কে “গার্বেজ” বলে মন্তব্য করেছেন, যদিও সিনেমার গান, সিনেমাটোগ্রাফি এবং শাকিব খানের অভিনয় বেশ ভালো ছিল, তবে তার মতে ছবির মূল্যায়ন ১০-এর মধ্যে ২ হতে পারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ