দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৫৬

মেডিকেল শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংস্থায় বড় দায়িত্বে সাদাত

শরীফ মোহাম্মাদ সাদাত আন্তর্জাতিক ফেডারেশন অব মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইএফএমএসএ) আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। বাংলাদেশে সাদাতই প্রথম ব্যক্তি, যিনি এই আন্তর্জাতিক সংগঠনটির আঞ্চলিক পদের দায়িত্ব লাভ করেছেন।

 

আইএফএমএসএ একটি বৈশ্বিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা মূলত মেডিকেল শিক্ষার্থীদের জন্য কাজ করে। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বিশ্বের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম শিক্ষার্থী পরিচালিত সংগঠনগুলোর মধ্যে একটি। বর্তমানে ১২৩টি দেশের ১৩৩টি শাখার প্রায় ১৫ লাখ মেডিকেল শিক্ষার্থী এই সংগঠনের সদস্য। সংগঠনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)সহ নানা আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় কাজ করে।

 

সাদাত ২০১৯ সালে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটিতে যোগ দেন এবং পাঁচ বছর ধরে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার পর গত মাসে তিনি আইএফএমএসএ এশিয়া প্যাসিফিক অঞ্চলের দায়িত্ব পান। এই পদের জন্য তাকে নির্বাচনী বিতর্কে অংশ নিতে হয়েছিল, যেখানে সদস্য দেশগুলোর ভোটারদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। অস্ট্রেলিয়া, চীন, জাপান, ভারতসহ ১৮টি দেশের শিক্ষার্থীরা আগামী এক বছর সাদাতের নেতৃত্বে কাজ করবেন।

 

সাদাত বলেন, “গত কয়েক বছরে অনেক প্রোগ্রাম করেছি এবং জানার ও জানানোর অনেক সুযোগ পেয়েছি। বিশেষত, বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা, বৈশ্বিক জনস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা বিষয়ে শিক্ষা লাভ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে কাজ করতে পেরে অনেক কিছু শিখেছি।”

 

আইএফএমএসএ ছয়টি কমিটির মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে, এবং এর মূল লক্ষ্য স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ উদ্যোগ ও মেডিকেল শিক্ষার্থীদের আগ্রহের বিষয়গুলোর উন্নয়ন। সাদাত তার দায়িত্ব সম্পর্কে বলেন, “অনলাইনে বিভিন্ন দেশের কমিটিগুলোর সঙ্গে কাজ করে দিকনির্দেশনা দেব। স্বাস্থ্য খাতে নানা বিষয়ে মতামত দেওয়া, তরুণদের কণ্ঠস্বর পৌঁছানো, এবং দেশে স্বাস্থ্য সচেতনতা, সেমিনার, কর্মশালা এবং বিনা মূল্যে চিকিৎসাসেবার মতো নানা কার্যক্রম পরিচালনা করা হবে।”

 

আইএফএমএসএ সদস্যরা গবেষণায় সহযোগিতা, উচ্চশিক্ষায় বৃত্তি এবং আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়ার সুযোগ লাভ করেন। বর্তমানে বাংলাদেশের প্রায় ২০ হাজার শিক্ষার্থী ৮০টি মেডিকেল কলেজ থেকে আইএফএমএসএ’র বাংলাদেশ শাখার সঙ্গে যুক্ত রয়েছেন, জানান সাদাত।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট