দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:০৫

আপনি কতটা ঘুমপ্রিয়? জেনে নিন এই ৮টি প্রশ্নের মাধ্যমে।

আপনারও হয়তো এমন একজন ঘুমকাতুরে বন্ধু আছেন। কিংবা আপনি নিজেই একজন ‘ঘুমপ্রেমী’। কিন্তু সত্যিই আপনি কতটা ঘুমকাতুরে? জেনে নিন এই ৮টি মজার প্রশ্নের মাধ্যমে। প্রতিটি প্রশ্নের জন্য তিনটি অপশন রয়েছে।

– **উত্তর ‘ক’ হলে পাবেন ৩ পয়েন্ট**

– **উত্তর ‘খ’ হলে ৪ পয়েন্ট**

– **উত্তর ‘গ’ হলে ৫ পয়েন্ট**

 

মোট পয়েন্ট যোগ করে ফলাফল মিলিয়ে দেখুন। তবে মনে রাখবেন, এই কুইজটি নিছক বিনোদনের জন্য। বিজ্ঞানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই!

 

### ১. ঘুম আপনার কাছে কী?

ক. জীবনের প্রয়োজন

খ. নিশ্চিন্ত সময় কাটানোর উপায়

গ. ঘুমই জীবন, ঘুমই স্বর্গসুখ

 

### ২. অ্যালার্ম দিয়ে ঘুমালে কী হয়?

ক. অ্যালার্মে ঘুম ভাঙে, ধীরে বিছানা ছাড়েন

খ. অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন

গ. অ্যালার্ম শুনতেই পান না, অন্য কেউ এসে জাগায়

 

### ৩. ঘুমের মধ্যে কেউ ডাকলে কী মনে হয়?

ক. কেন ডাকছে?

খ. এখনই ডাকতে হলো!

গ. কারণ যাই হোক, আমি উঠব না

 

### ৪. ঘুম থেকে দেরিতে উঠলে কী মনে হয়?

ক. ধুর, দেরি হয়ে গেল

খ. কেন সব সময় এত তাড়া থাকে!

গ. আরেকটু ঘুমাই

 

### ৫. পরীক্ষার প্রস্তুতি আর ঘুম নিয়ে আপনার ভাবনা কী?

ক. সাময়িকভাবে ঘুম কম হলে সমস্যা নেই

খ. দ্রুত পড়া শেষ করে ঘুমাতে হবে

গ. ঘুমই প্রস্তুতির অংশ!

 

### ৬. কাজের সময় ঘুম পেলে কী করেন?

ক. চা-কফি খেয়ে বা মুখে পানি দিয়ে ঘুম তাড়ান

খ. ডেস্কে মাথা রেখে কিছুক্ষণ বিশ্রাম নেন

গ. যেখানে আছেন, সেখানেই ঘুমিয়ে পড়েন

 

### ৭. ছুটির দিনে কী করেন?

ক. পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটান

খ. শখের কাজ করেন, আর ঘুম আসে তো ঘুমান

গ. পুরো দিনই ঘুমান, কোথাও যাওয়ার কথায়ও বিরক্ত হন

 

### ৮. ঘুমানোর জন্য আপনার কী দরকার?

ক. আরামদায়ক পরিবেশ

খ. শুধু বিছানা-বালিশ থাকলেই চলবে

গ. কোনো কিছু দরকার নেই, যখন-তখন, যেকোনো অবস্থায় ঘুমাতে পারেন

 

 

### **ফলাফল:**

– **৩০-এর কম:** আপনি ঘুমকাতুরে নন। ঘুম আপনার জন্য একটি প্রয়োজনীয় কাজ, এর বেশি কিছু নয়।

– **৩০ থেকে ৩৭:** আপনি মাঝারি পর্যায়ের ঘুমপ্রেমী। ঘুম ভালোবাসেন, তবে তাতে অতিরিক্ত ডুব দেন না।

– **৩৭-এর বেশি:** আপনি একজন প্রকৃত ঘুমকাতুরে। ঘুমই আপনার সবচেয়ে প্রিয় কাজ। আপনাকে জানাই ঘুমঘুম শুভেচ্ছা!

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট