দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫১

৮ বছর পর ফিরে আসছে ‘লাল গোলাপ

ব্যতিক্রমী সঞ্চালনার মাধ্যমে টক শো ‘লাল গোলাপ’ দিয়ে টিভি দর্শকদের মন জয় করেছিলেন বর্ষীয়ান সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ থাকার পর, এবার নতুন করে ‘লাল গোলাপ’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। ইতোমধ্যে অনুষ্ঠানের দু’টি পর্ব রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন শফিক রেহমান। ‘লাল গোলাপ’ সম্প্রচার শুরু হবে ১লা ডিসেম্বর থেকে।  এটি প্রথম প্রচারিত হয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিটিভিতে, এবং শেষবার ২০১০ সালে বাংলা ভিশনে সম্প্রচার হয়েছিল। তবে এবারে কোন চ্যানেলে এটি সম্প্রচার হবে, তা এখনও স্পষ্ট করেননি তিনি। শফিক রেহমান বলেন, “প্রায় আট বছর পর দু’টি পর্বের রেকর্ডিং করেছি। সবকিছু ঠিক থাকলে ১লা ডিসেম্বর থেকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাবে।”

 

এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সমসাময়িক দেশি-বিদেশি ঘটনা নিয়ে আলোচনা করা হয় এবং নির্দিষ্ট বিষয় নিয়ে প্রতিবেদন প্রদর্শন করা হয়। ঐতিহাসিক সিনেমার অংশবিশেষও প্রদর্শিত হয় প্রাসঙ্গিক বিষয়গুলোর সাথে। তবে এবারের আয়োজনে ঐ পুরানো ফ্রেমের বাইরে গিয়ে কিছু নতুনত্ব থাকবে কিনা, সে বিষয়ে শফিক রেহমান কিছু বলেননি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট