দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৫৫

একদিনে বিনামূল্যে ৫৯ হাজার মানুষের ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস সারাদেশে একযোগে প্রায় ৫৯ হাজার ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন করেছে। শনিবার (১৬ নভেম্বর), দিবসটির এবারের থিম **‘ডায়াবেটিস ও সুস্থতা’** সামনে রেখে সুইজারল্যান্ডভিত্তিক রোশ কোম্পানির অত্যাধুনিক অ্যাকু-চেক মিটার ব্যবহার করে এই পরীক্ষা করা হয়। ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবনধারা প্রতিষ্ঠায় বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এই উদ্যোগ গ্রহণ করে। জানা গেছে, এই উদ্যোগ ডায়াবেটিস ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধিতে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। এর আগে, ২০১৪ সালে NDTV Fortis Health4U ভারতের ১০টি শহরে অনুরূপ একটি ক্যাম্পেইন পরিচালনা করে বিশ্ব রেকর্ড করেছিল। এবারের ক্যাম্পেইনে প্রায় ৫ হাজার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যার ফলে বিভিন্ন এলাকার মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পেয়েছেন।

 

দেশের স্বনামধন্য চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।

 

ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী একটি মহামারী রূপ নিয়েছে এবং বাংলাদেশেও এর প্রকোপ ক্রমশ বাড়ছে। এই রোগ অনেক মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে। সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব। বিশেষজ্ঞদের মতে, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের এই উদ্যোগ ভবিষ্যতে আরও ব্যাপকভাবে বাস্তবায়িত হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে দেশব্যাপী ইতিবাচক প্রভাব পড়বে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট