দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ১৪:১২

ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন, ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়ে ৪০৭ তে পৌঁছেছে।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৩৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৮, ঢাকা বিভাগে ২৩৮, চট্টগ্রামে ৬৫, বরিশালে ১১৯, খুলনায় ৭৪, ময়মনসিংহে ৪৬, রাজশাহীতে ৬১, রংপুরে ৬ এবং সিলেটে ১ জন রয়েছেন।

 

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৮,৫৯৫ জন, এবং মশাবাহিত এই রোগে মারা গেছেন ৪০৭ জন।

 

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী