দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন, ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়ে ৪০৭ তে পৌঁছেছে।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৩৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৮, ঢাকা বিভাগে ২৩৮, চট্টগ্রামে ৬৫, বরিশালে ১১৯, খুলনায় ৭৪, ময়মনসিংহে ৪৬, রাজশাহীতে ৬১, রংপুরে ৬ এবং সিলেটে ১ জন রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৮,৫৯৫ জন, এবং মশাবাহিত এই রোগে মারা গেছেন ৪০৭ জন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।