দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:৩৩

তরুণ প্রজন্মের শিক্ষায় বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ সরকার: ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

**ঢাকার উত্তরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আইএইচএসবি বিজনেস কার্নিভাল**

 

ঢাকার উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজনেস কার্নিভাল। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এই কার্নিভাল, যেখানে ঢাকা শহরের ৫০টি খ্যাতনামা স্কুলের ৬০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে।  এই আয়োজনটি ইন্টারন্যাশনাল হোপ স্কুলের বিজনেস ক্লাবের উদ্যোগে এবং অকোটেক্সের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পরিচালক ড্যান পাশা, এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুলের চেয়ারম্যান টিমোথি ডোনাল্ড ফিশারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন টিমোথি ডোনাল্ড ফিশার, যিনি বলেন, ব্রিটিশ স্টারলিং এডুকেশন বাংলাদেশের শিক্ষা খাতে বিনিয়োগ করতে আগ্রহী এবং তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে চায়। তিনি আরও জানান, ইন্টারন্যাশনাল হোপ স্কুলের উদ্যোগে বিভিন্ন বড় প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে, যার লক্ষ্য শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।

 

ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ব্রিটিশ সরকার শিক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী এবং তরুণ প্রজন্মের শিক্ষার উন্নয়নেই তারা আরও অনেক বিনিয়োগ করতে চায়।

 

আইএইচএসবি বিজনেস কার্নিভালে শিক্ষার্থীরা তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে:

১. *ফ্রাইডম্যান্স ফেলাসি* – অর্থনীতি বিষয়ক সমস্যা সমাধানে।

২. *পিচ পারফেক্ট* – ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরতে।

৩. *মার্কেটিং ম্যানিয়া* – ব্যবসায়িক দক্ষতা প্রদর্শন করতে।

 

এছাড়া, স্কুলের বাইরে উদ্যোক্তাদের মেলা এবং প্রদর্শনীও অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশের শীর্ষ ২০টি ব্যবসায়ী গ্রুপ তাদের পণ্য প্রদর্শন করছে।

 

বিজনেস কার্নিভালের সমাপনী অনুষ্ঠান ১৭ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে, যেখানে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড শূন্য।

 

এছাড়া, এই কার্নিভালের স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে মিনিস্টার, এডিসন, ডেনিম, একুয়া, সোহাগ পরিবহন, এলবেট্রস এডুকেশন, মার্কস, প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল কনসালটেন্ট, প্রাণ, টিইডি, এবং বিআরবি হাসপাতাল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট