দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:০২

মেরিন ফিশারিজে ক্যাডেট হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ, ন্যূনতম জিপিএ ৩.৫ প্রয়োজন। আবেদন ফি ৬৫০ টাকা।

**মেরিন ফিশারিজ একাডেমিতে ক্যাডেট ভর্তির সুযোগ: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ**

 

মেরিন ফিশারিজ একাডেমিতে ৪৫তম ব্যাচের বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্সে ক্যাডেট ভর্তির আবেদন শুরু হয়েছে। এই চার বছরের কোর্সটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীর জন্য আবেদনের সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তির শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

 

### **শিক্ষাগত যোগ্যতা:**

1. মাধ্যমিক (বিজ্ঞান), ও লেভেল (বিজ্ঞান), বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা সমমান।

2. উচ্চমাধ্যমিক (বিজ্ঞান), এ লেভেল (বিজ্ঞান), বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ বা সমমান।

3. জীববিদ্যা ও গণিত বিষয়ে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০।

4. ইংরেজিতে ন্যূনতম জিপিএ ৩.০০।

 

### **শারীরিক যোগ্যতা:**

– বয়স: ভর্তির বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী অনূর্ধ্ব ২১ বছর।

– উচ্চতা:

– পুরুষ: ন্যূনতম ১৬২.৫ সেমি।

– নারী: ন্যূনতম ১৫৫ সেমি।

– ওজন: বডি মাস ইনডেক্স (BMI) অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যে।

– দৃষ্টিশক্তি: ন্যূনতম ৬/১২।

– কালার ভিশন স্বাভাবিক (নারীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

 

### **আবেদন ফি:**

৬৫০ টাকা।

 

### **ভর্তিপ্রক্রিয়া:**

1. **লিখিত পরীক্ষা**: প্রথম ধাপ হিসেবে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে।

– বিষয়ভিত্তিক নম্বর:

– ইংরেজি ও সাধারণ জ্ঞান: ২০

– গণিত: ২০

– পদার্থবিদ্যা: ২০

– রসায়ন: ২০

– জীববিদ্যা: ২০

– ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

2. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে:

– মৌখিক পরীক্ষা

– শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষা

– চক্ষু ও কালার ভিশন পরীক্ষা

– সাঁতার পরীক্ষা (নারী প্রার্থীদের জন্য ঐচ্ছিক)।

 

### **আবেদন প্রক্রিয়া:**

– রাত-দিন ২৪ ঘণ্টা অনলাইনে আবেদন করা যাবে।

– বিস্তারিত তথ্য ও সাহায্যের জন্য যোগাযোগ নম্বর: **০১৫৫৭৬৩৬৮৫৭** (সকাল ৯টা থেকে বিকেল ৪টা, সরকারি ছুটির দিন ব্যতীত)।

– ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং পরীক্ষার তারিখ আবেদনকারীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

 

**পরীক্ষার সময়:** প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট