কলেজ বা বোর্ড পরিবর্তনের আবেদন (টিসি) শুরু হচ্ছে আগামী রবিবার, ১৭ নভেম্বর থেকে। শিক্ষার্থীরা অনলাইনে এক মাসের মধ্যে টিসি ও টিসির আবেদন করতে পারবেন, যা শেষ হবে ১৭ ডিসেম্বর, মঙ্গলবার। দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণির আসন সংখ্যা ২৬ লাখের বেশি, যার মধ্যে প্রায় ১৩ লাখ আসন ভর্তি কার্যক্রম শেষে ফাঁকা রয়েছে। এসব ফাঁকা আসনে শিক্ষার্থীরা টিসি নিয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, টিসি আবেদনের জন্য ঢাকা বোর্ড ফি নির্ধারণ করেছে ৭০০ টাকা, এবং অন্যান্য বোর্ড তাদের নিজস্ব ফি নির্ধারণ করেছে।
প্রতি বছর ভর্তি প্রক্রিয়া শেষে অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে কলেজ ও বোর্ড পরিবর্তন করে থাকে। এবারও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এই আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১৬ লাখ ৭২ হাজারের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন, যাদের মধ্যে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। কারিগরি বোর্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই পরিসংখ্যানের বাইরে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটের নির্দেশিকা অনুযায়ী অনলাইনে টিসি ও বিটিসির আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের বোর্ডে সরাসরি যাওয়ার প্রয়োজন নেই।
ঢাকা বোর্ডের ক্ষেত্রে শিক্ষার্থীরা ই-টিসি অংশে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও একই ধরণের অনলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে।