জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময় ৩০ মিনিট করে বাড়ানো হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন ঘণ্টার পরীক্ষা এখন সাড়ে তিন ঘণ্টা এবং সাড়ে তিন ঘণ্টার পরীক্ষা চার ঘণ্টা হবে। প্রশ্নপত্রে যাই উল্লেখ থাকুক, প্রতিটি পরীক্ষার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় যোগ করা হয়েছে। তৃতীয় বর্ষের এ পরীক্ষা আগামী ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. এনামুল করিম জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনের ভিত্তিতে এই সময় বাড়ানো হয়েছে। গত সেপ্টেম্বরে শিক্ষার্থীরা ‘সেশনজটের কারণে ডিগ্রি কোর্সের সময় দীর্ঘায়িত হওয়া এবং অটোপাসের দাবিতে’ আন্দোলন করেছিলেন।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ৩০ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্পষ্টভাবে জানান, কোনো শিক্ষার্থীকে অটোপাস দেয়া হবে না।
এ প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, “আন্দোলনের সময় শিক্ষার্থীরা উপাচার্য মহোদয়ের কাছে তাদের দাবি তুলে ধরেন। সেই দাবিগুলো যাচাই করে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সময় বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।”
অন্য শিক্ষাবর্ষের পরীক্ষায়ও এ নিয়ম প্রযোজ্য হবে কিনা, তা সম্পর্কে তিনি বলেন, “এটি আপাতত ২০২২ সালের তৃতীয় বর্ষের জন্য। অন্য পরীক্ষাগুলোর জন্য সময় বাড়ানোর প্রয়োজনীয়তা আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।”