রাওয়ালপিন্ডিতে আজ এক মুহূর্তের জন্য ফিরে আসে অ্যাঞ্জলো ম্যাথুসের টাইমড আউট বিতর্কের স্মৃতি। পাকিস্তানের আবরার আহমেদ ক্রিজে আসতে কিছুটা দেরি হওয়ায় টাইমড আউটের ভয় নিয়ে দ্রুততার সঙ্গে আসছিলেন। এ সময় সাকিব আল হাসানসহ অন্যরা বিষয়টি নিয়ে মজা করেন।
ম্যাথুসের টাইমড আউট বিতর্ক মূলত সাকিবের সঙ্গেই জড়িত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে, ম্যাথুস নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে আসতে ব্যর্থ হন। তার হেলমেটের ফিতা ছিড়ে যাওয়ায় তিনি নতুন হেলমেট নিতে ড্রেসিংরুমে যান। সেই সময় পর্যন্ত প্রথম বলের মুখোমুখি হওয়ার সময় শেষ হয়ে যায়। সাকিব তখন আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেন এবং দুই আম্পায়ার আলোচনা করে ম্যাথুসকে টাইমড আউট ঘোষণা করেন, যা তাকে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম টাইমড আউট ব্যাটসম্যান বানিয়ে দেয়।
এ ঘটনার পর বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের মধ্যে উত্তেজনা কম ছিল না। শ্রীলঙ্কার খেলোয়াড়েরা পরবর্তীতে বাংলাদেশের খেলোয়াড়দের নানা উপায়ে ‘লজ্জা’ দেওয়ার চেষ্টা করেছে এবং বাংলাদেশের খেলোয়াড়রাও সেই স্মৃতি ফিরে আনার চেষ্টা করেছে।
আজ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্টের চতুর্থ দিনের লাঞ্চের পর ঘটনাটি পুনরাবৃত্তি হয়। পাকিস্তান দ্রুত দুই উইকেট হারায়, এবং আবরার আহমেদ ক্রিজে আসতে দেরি করে ফেলেন। টাইমড আউট এড়াতে দৌড়ে আসার সময় তার গ্লাভস মাঠে পড়ে যায়। সাকিব এ সময় মজা করে হাসতে হাসতে আঙুল তোলেন। মাঠ, ড্রেসিংরুম, ডাগআউট এবং কমেন্ট্রি বক্সে সবাই বিষয়টি নিয়ে হাসি-তামাশা করে। টিভিতে ভিডিওটি বারবার দেখানো হয়।