দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৫০

ইমরুলের বিদায়ী সংবর্ধনায় তামিম-আশরাফুল

আশরাফুল, ইমরুল, তামিম—এক সময় তিনজনই একসঙ্গে জাতীয় দলে খেলেছেন

একজনের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে জুটি বেঁধে ব্যাট করতে নেমেছেন। আরেকজন তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচের অধিনায়ক। প্রথম শ্রেণির ক্রিকেটে বিদায়ী ম্যাচ খেলতে নামার দিন দুজনকেই পাশে পেয়েছেন ইমরুল কায়েস।

বাংলাদেশ দলের হয়ে ৩৯ টেস্ট খেলা এই ওপেনার আজ শুরু জাতীয় লিগে ঢাকা–খুলনা ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনের লাঞ্চ বিরতির পর খুলনা বিভাগীয় ক্রিকেট দলের পক্ষ থেকে ইমরুলকে সম্মাননা জানানো হয়। ইমরুল মাঠে প্রবেশের সময় তাঁকে সঙ্গ দেন অভিষেক টেস্টের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও দীর্ঘদিনের ওপেনিং সঙ্গী তামিম ইকবাল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট