দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৫:৪৯

স্যামসন–তিলকের ‘হাতুড়িপেটা’, প্রোটিয়াদের সবচেয়ে বড় হার এবং ভারতের যত কীর্তি

দক্ষিণ আফ্রিকা ও ভারতের সমর্থকদের জন্য কালকের রাতটা ছিল বিপরীত অভিজ্ঞতার

হাতুড়িপেটা—জোহানেসবার্গে গত রাতে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে সঞ্জু স্যামসন ও তিলক বর্মা যা করেছেন, সেটার ভাবার্থ বোঝাতে এই শব্দই যথার্থ মনে হচ্ছে। ধারাভাষ্যকার পমি এমবাঙ্গাও তো স্যামসন–তিলকের ব্যাটে ছক্কা–বৃষ্টি দেখে বারবার বলে যাচ্ছিলেন ‘অ্যাবসোলুট হ্যামারিং’! দুজনের সেঞ্চুরিতে ভারত গড়েছে একগাদা রেকর্ড। বিপরীতে দক্ষিণ আফ্রিকা নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হেরে বসেছে। সেসবই একনজরে দেখে নেওয়া যাক—

টি–টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৩টি সেঞ্চুরি করেছেন ভারতের সঞ্জু স্যামসন। গত রাতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৯ রানের অপরাজিত ইনিংসের আগে ৮ নভেম্বর ডারবানে ১০৭ এবং ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ১১১ রান করেন।

ভারতের হয়ে সবচেয়ে বেশি টি–টোয়েন্টি সেঞ্চুরি (শীর্ষ ৩)

সেঞ্চুরি ব্যাটসম্যান সময়কাল
রোহিত শর্মা ২০০৭–২০২৪
সূর্যকুমার যাদব ২০২১–বর্তমান
সঞ্জু স্যামসন ২০১৫–বর্তমান

২০২৪ সালে টি–টোয়েন্টিতে নবমবারের মতো ২০০ ছোঁয়া স্কোর করল ভারত, যা এক পঞ্জিকাবর্ষে যেকোনো দলের সর্বোচ্চ।

ভারত–দক্ষিণ আফ্রিকা সিরিজে ৪টি ব্যক্তিগত সেঞ্চুরি হয়েছে, যা সর্বোচ্চ। এটি ছাড়া কোনো টি–টোয়েন্টি সিরিজে ২টির বেশি ব্যক্তিগত সেঞ্চুরির নজির নেই।

দেশের নিরিখে ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি টি–টোয়েন্টি সেঞ্চুরি (শীর্ষ ৫)

সেঞ্চুরি দেশ
২৩ ভারত
১২ নিউজিল্যান্ড
১১ অস্ট্রেলিয়া
দক্ষিণ আফ্রিকা
ইংল্যান্ড

জোহানেসবার্গে গত রাতে ১ উইকেট হারিয়ে ২৮৩ রান করেছে ভারত, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজের ২৫৮/৫।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ (শীর্ষ ৫)

স্কোর ম্যাচ ভেন্যু তারিখ
৩৪৪/৪ জিম্বাবুয়ে–গাম্বিয়া নাইরোবি ২৩ অক্টোবর ২০২৪
৩১৪/৩ নেপাল–মঙ্গোলিয়া হাংজু ২৭ সেপ্টেম্বর ২০২৩
২৯৭/৬ ভারত–বাংলাদেশ হায়দরাবাদ ১২ অক্টোবর ২০২৪
২৮৬/৫ জিম্বাবুয়ে–সেশেলস নাইরোবি ১৯ অক্টোবর ২০২৪
২৮৩/১ ভারত–দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ ১৫ নভেম্বর ২০২৪

স্যামসন ১০৯* ও তিলক ১২০*—আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচের এক ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির কীর্তি এটাই প্রথম।

সঞ্জু স্যামসন–তিলক বর্মার অবিচ্ছিন্ন ২১০ রানের জুটি টি–টোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ।

টি–টোয়েন্টিতে এক ইনিংসে ভারতের সর্বোচ্চ ছক্কা (শীর্ষ ৩)

ছক্কা প্রতিপক্ষ ভেন্যু তারিখ
২৩ দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ ১৫ নভেম্বর ২০২৪
২২ বাংলাদেশ হায়দরাবাদ ১২ অক্টোবর ২০২৪
২১ শ্রীলঙ্কা ইন্দোর ২২ ডিসেম্বর ২০১৭

টি–টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা (শীর্ষ ৩)

ছক্কা ব্যাটসম্যান প্রতিপক্ষ তারিখ
১০ রোহিত শর্মা শ্রীলঙ্কা ২২ ডিসেম্বর ২০১৭
১০ সঞ্জু স্যামসন দক্ষিণ আফ্রিকা ৮ নভেম্বর ২০২৪
১০ তিলক ভার্মা দক্ষিণ আফ্রিকা ১৫ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান রেট (শীর্ষ ৩)

রান রেট দল সাল
৯.৫৫ ভারত ২০২৪
৯.২৩ ভারত ২০২৩
৯.২০ ভারত ২০২২

*টানা দুই বছর ভারত নিজেদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে।

ভারত এ বছর ২৪টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে ২২টিতেই জিতেছে। শতকরা জয় ৯২.৩০%, যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ১০ ম্যাচ খেলার নিরিখে সর্বোচ্চ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে জয় (শীর্ষ ৫)

জয়ের সংখ্যা দল
১৮ ভারত
১৭ অস্ট্রেলিয়া
১৪ ওয়েস্ট ইন্ডিজ
১২ পাকিস্তান
শ্রীলঙ্কা

দ্বিপক্ষীয় টি–টোয়েন্টি সিরিজে ভারতের সর্বোচ্চ ছক্কা (শীর্ষ ৩)

ছক্কা প্রতিপক্ষ সাল
৫২ দক্ষিণ আফ্রিকা ২০২৪
৪৬ অস্ট্রেলিয়া ২০২৩
৪৪ বাংলাদেশ ২০২৪

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতের তিলক বর্মা। অন্য চারজন ফ্রান্সের গুস্তাভ ম্যাককেয়ন, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, ইংল্যান্ডের ফিল সল্ট ও ভারতের সঞ্জু স্যামসন।

আন্তর্জাতিক টি–টোয়েন্টির এক ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি

দল সেঞ্চুরি প্রতিপক্ষ সাল
চেক প্রজাতন্ত্র দাভিজি ১১৫* ও স্টেইন ১০৬ বুলগেরিয়া ২০২২
জাপান লাচলান ১৩৪* ও কেন্দেল ১০৯* চীন ২০২৪
ভারত স্যামসন ১০৯* ও তিলক ১২০* দক্ষিণ আফ্রিকা ২০২৪

রানের হিসেবে টি–টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় হার (শীর্ষ ৩)

হারের ব্যবধান প্রতিপক্ষ ভেন্যু তারিখ
১৩৫ ভারত জোহানেসবার্গ ১৫ নভেম্বর ২০২৪
১১১ অস্ট্রেলিয়া ডারবান ৩০ আগস্ট ২০২৩
১০৭ অস্ট্রেলিয়া জোহানেসবার্গ ২১ ফেব্রুয়ারি ২০২০

ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলারের ৮৬ রানের জুটি টি–টোয়েন্টিতে পঞ্চম উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ।

ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এই সিরিজে ১২ উইকেট নিয়েছেন, যা চার বা এর চেয়ে কম ম্যাচের দ্বিপক্ষীয় টি–টোয়েন্টি সিরিজে যেকোনো বোলারের সর্বোচ্চ।

 

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট