হোয়াটসঅ্যাপে অনেক ব্যবহারকারী গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য আদান-প্রদান করেন, যা অন্য কেউ দেখলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই সমস্যা সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ সম্প্রতি ‘চ্যাট লক’ নামে একটি নতুন নিরাপত্তা সুবিধা চালু করেছে। এই সুবিধার মাধ্যমে, ব্যবহারকারীরা আঙুলের ছাপের মাধ্যমে নির্দিষ্ট চ্যাট বা বার্তা লক করতে পারেন, যাতে ফোনের অন্য ব্যবহারকারীরা সেগুলো দেখতে না পান।
এবার, চ্যাট লকের নিরাপত্তা আরও জোরালো করতে হোয়াটসঅ্যাপ গোপন কোড ব্যবহারের সুবিধা যুক্ত করেছে। এর ফলে, আঙুলের ছাপের পাশাপাশি একটি নির্দিষ্ট কোড ছাড়া লক করা চ্যাটের কোনো তথ্য দেখা যাবে না। এই নতুন ফিচারের মাধ্যমে, শুধু ব্যবহারকারী নিজেই তার লক করা চ্যাটের বার্তা দেখতে পারবেন, অন্য কেউ তা দেখতে পারবেন না। এই সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ব্যবহার করা যাবে।