দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৪, ২০২৪ ২৩:৩৪

প্যারিসে ফ্রান্স-ইসরায়েল ফুটবল ম্যাচের পরিপ্রেক্ষিতে ৪০ জন গ্রেপ্তার

প্যারিসে ফ্রান্স–ইসরায়েল ফুটবল ম্যাচের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে জড়ান ইসরায়েলের সমর্থকেরাছবি: রয়টার্স

ফ্রান্সের রাজধানী প্যারিসে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে ফুটবল ম্যাচের পর ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ন্যাশনাল লিগের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

গত সপ্তাহে নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরায়েলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিবের সমর্থকদের ওপর হামলার পর, প্যারিসে এই ম্যাচকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, স্টেডিয়ামের আশপাশে প্রায় ৪,০০০ পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল, পাশাপাশি ১,৬০০ বেসামরিক নিরাপত্তাকর্মীও উপস্থিত ছিলেন।

ম্যাচের সময়, স্টেডিয়ামের ভিতরে একাধিক সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। একাধিক ভিডিওতে দেখা যায়, দর্শকরা স্টেডিয়ামের আসনে দৌড়াদৌড়ি করছেন, এবং অনেকের হাতে ইসরায়েলের পতাকা ছিল। একই সময়ে অন্য পক্ষের সমর্থকরা বাঁশি বাজাতে ও দুয়োধ্বনি দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী দুপক্ষকে আলাদা করে।

প্যারিসের পুলিশপ্রধান লরেন্ত নানেজ স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে জানান, সংঘর্ষের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ম্যাচটি নিরাপদে শেষ হয়।

এদিকে, আমস্টারডামে গত সপ্তাহে ইউরোপা লিগের ম্যাচে অ্যাজাক্স ও মাকাবির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। মাকাবির সমর্থকদের ওপর হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলি সমর্থকরা একটি ফিলিস্তিনি পতাকা পুড়িয়ে দেয় এবং আরববিরোধী স্লোগান দেয়, যার ফলে নিরাপত্তা উদ্বেগ বাড়ে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ