দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০১:২৯

ঝুট ব্যবসায় সেনাবাহিনীর নাম ব্যবহার না করতে সতর্কবার্তা

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)ফাইল ছবি

ঝুট (পোশাক কারখানার অব্যবহৃত কাপড়) ব্যবসা নিয়ে সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা রোধে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের সহযোগিতা কামনা করেছে। আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে, যা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

এতে আরও উল্লেখ করা হয়, সেনাবাহিনী শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং উৎপাদনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। তবে, ঝুট ব্যবসা বা অন্য কোনো ব্যবসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সুপারিশ প্রদান করা হয় না।

এছাড়া, যদি কেউ অবৈধ সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীর নাম ব্যবহার করে, তাহলে ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮ বা ০১৭৬৯০৯৫২০৯ এই মুঠোফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট