দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩২

একযোগে ২২টি দেশে আজ মুক্তি পাচ্ছে সিনেমা ‘দরদ’।

গত কয়েক মাস দেশের পরিস্থিতি তেমন স্বাভাবিক ছিল না, এবং সিনেমা ইন্ডাস্ট্রিতেও এক ধরনের স্থবিরতা বিরাজ করছিল। নতুন সিনেমা মুক্তি পায়নি তেমনভাবে, তবে এখন পরিস্থিতি আগের চেয়ে ভালো। এই সময়েই বড় বাজেটের সিনেমা ‘দরদ’ মুক্তি পাচ্ছে। ‘তুফান’ ছবির পর যে স্থবিরতা ছিল, তা কাটিয়ে উঠতে সুপারস্টার শাকিব খানের অভিনীত ‘দরদ’ মুক্তি পাওয়ায় সিনেপ্রেমীরা আশাবাদী। তবে এটি শাকিব খানের জন্য বড় চ্যালেঞ্জ, কারণ ঈদের পর দীর্ঘ সময় পর তার সিনেমা মুক্তি পাচ্ছে এবং দর্শক কীভাবে এটি গ্রহণ করে, সেটিই এখন দেখার বিষয়।

 

এদিকে মুক্তির দু’দিন আগে থেকেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে মাল্টিপ্লেক্সগুলোতে। রোম্যান্টিক থ্রিলার ধাঁচের এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি ছবির গান এবং ট্রেলার প্রকাশিত হয়েছে, যা অনলাইনে সিনেপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’।

 

অনন্য মামুন বলেন, “ঈদের বাইরে দেশের ১০০টি হলে মুক্তি পাচ্ছে ‘দরদ’, এবং ২২টি দেশের মানুষ ছবিটি দেখতে পারবেন। এটা আমাদের জন্য খুবই বড় ব্যাপার। আমি আত্মবিশ্বাসী যে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ কিছু বলতে পারবেন না।”

 

এদিকে শাকিব খান বর্তমানে মুম্বইয়ে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। তিনি মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ ছবির শুটিং করছেন, যেখানে তার বিপরীতে রয়েছেন ইধিকা পাল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট