দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:০৬

নেশা দ্রব্যের প্রচার করার কারণে আইনি জটিলতায় পড়েছেন দিলজিৎ দোসাঞ্জ।

গায়ক, গীতিকার, অভিনেতা ও প্রযোজক দিলজিৎ দোসাঞ্জ এবার নিজ দেশ ভারতেই মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন, বিদেশ সফরের পর। তার ‘দিল-লুমিনাটি’ শো নিয়ে ছিল ব্যাপক উত্তেজনা। দিল্লির কনসার্টে হাজার হাজার শ্রোতা-অনুরাগী পাঞ্জাবি এই পপস্টারের গান শুনতে সমবেত হয়েছিলেন। তবে এবার হায়দরাবাদ কনসার্টের আগে আইনি জটিলতায় পড়েছেন তিনি। তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে তাকে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে, যাতে কড়া ভাষায় বলা হয়েছে, তিনি যেন মদের প্রচার না করেন।

 

সূত্রে জানা যায়, প্রথমে চণ্ডীগড়ে এক অধ্যাপক দিলজিতের কনসার্ট নিয়ে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, পাঞ্জাবি এই পপস্টারের লাইভ শো নবীন প্রজন্মকে নেশার দিকে প্রলুব্ধ করতে পারে। ওই অধ্যাপক তার অভিযোগের প্রমাণ হিসেবে একটি ভিডিও জমা দেন, যেখানে দেখা যায় দিলজিৎ তার শোতে মদ, মাদক এবং হিংসার প্রচার করছেন।

 

আইনি নোটিসে আরও বলা হয়েছে, দিলজিৎ যেন শো চলাকালে কোনোভাবেই ১৩ বছরের নিচে বাচ্চাদের মঞ্চ বা তার কাছাকাছি না নিয়ে আসেন, কারণ ওই শোয়ের শব্দের তীব্রতা এবং লেজার লাইটের আলো শিশুর স্বাস্থ্যগত ক্ষতি করতে পারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট