দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩২

সব কলেজে চালু হচ্ছে আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ্ জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান আইকন শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধর নামে দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজে “শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ” চালু করা হবে। পাশাপাশি তাঁদের স্মরণে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিফলক স্থাপনের পরিকল্পনাও রয়েছে।  শুক্রবার (১৫ নভেম্বর) রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপাচার্য এসব কথা বলেন। এ সময় তিনি আবু সাঈদের কবরে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের ওপর যে নতুন বাংলাদেশ দাঁড়িয়েছে, তা আরও বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারের কাছে একটি অনুদানের চেক হস্তান্তর করেন উপাচার্য। তিনি বলেন, দেশের সব কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন স্থাপনার নামকরণের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের আত্মত্যাগের স্মৃতি বুকে ধারণ করতে পারবে।

 

উপাচার্য আরও বলেন, বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট