দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৩৩

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ুদূষণের সূচক আন্তর্জাতিক তালিকায় তৃতীয় স্থানে পৌঁছেছে।  গতকাল ১২১ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল নবম, তবে আজ আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারে ঢাকার স্কোর বেড়ে দাঁড়িয়েছে ২২০। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হিসেবে বিবেচিত। বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৭৩২। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৬৭০।

 

আইকিউএয়ারের স্কোর অনুযায়ী, ০ থেকে ৫০ পর্যন্ত বাতাস ভালো, ৫১ থেকে ১০০ সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর এবং ১৫১ থেকে বেশি হলে তা সবার জন্য অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ঢাকার ২২০ স্কোর বাতাসকে অত্যন্ত অস্বাস্থ্যকর স্তরে নিয়ে গেছে, যা সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

 

**সতর্কতা ও পরামর্শ:**

আইকিউএয়ারের মতে, ঢাকায় বায়ুদূষণ থেকে সুরক্ষিত থাকতে ঘরের বাইরে মাস্ক পরা, খোলা স্থানে ব্যায়াম এড়িয়ে চলা এবং জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

**বায়ুদূষণের প্রভাব:**

বায়ুদূষণজনিত সমস্যায় প্রতি বছর লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। ২০২৩ সালের নভেম্বর প্রকাশিত ব্রিটিশ মেডিকেল জার্নালের (BMJ) এক সমীক্ষায় দেখা গেছে, জীবাশ্ম জ্বালানির কারণে সৃষ্ট বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, গৃহস্থালি ও পরিবেশগত বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে প্রায় ৬৭ লাখ মানুষ মারা যায়।

 

এছাড়া, ২০২৩ সালের একটি প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বজুড়ে তেল, কয়লা এবং গ্যাসের ব্যবহার রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যা কার্বন দূষণকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট