দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০০:৪৯

জন থুনকে যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে বেছে নিলেন রিপাবলিকানরা

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা নির্বাচনে রিপাবলিকান সিনেটরদের ভোটাভুটির আগে ক্যাপিটল হিলে জন থুন। ১৩ নভেম্বর ২০২৪ছবি: রয়টার্স

রিপাবলিকানদের নতুন সিনেট নেতা হিসেবে জন থুনের নির্বাচন

যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের নতুন সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে সাউথ ডাকোটার সিনেটর জন থুনকে নির্বাচিত করেছেন দলটির সিনেটররা। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করার প্রস্তুতির মধ্যেই গতকাল বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে থুনকে নির্বাচিত করা হয়।

বর্তমানে সিনেটের কনিষ্ঠ নেতা হিসেবে দায়িত্ব পালন করা জন থুন, ভোটাভুটিতে টেক্সাসের সিনেটর জন কর্নিনকে পরাজিত করে এই পদে বিজয়ী হন। তিনি বিদায়ী নেতা মিচ ম্যাককনেলের স্থলাভিষিক্ত হবেন। নির্বাচনে থুনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ফ্লোরিডার সিনেটর রিক স্কট, যিনি ট্রাম্পের দৃঢ় সমর্থক এবং কট্টর রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত। প্রথম দফায় মাত্র ১৩ ভোটে পরাজিত হলেও, পরবর্তীতে থুন এই প্রতিযোগিতায় জয়ী হন।

থুনের এই জয়, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সিনেটের স্বাধীন কার্যক্রমের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সিনেটের বাইরে থেকে যে বিশাল প্রভাবশালী ব্যক্তিরা স্কটকে সমর্থন করছিলেন, তাদের মধ্যে ছিলেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং রক্ষণশীল টেলিভিশন উপস্থাপক সিন হ্যানিটি।

গতকালই মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে সিনেটের ১০০ আসনের মধ্যে রিপাবলিকানদের দখলে থাকবে অন্তত ৫২টি আসন। পাশাপাশি, নিম্নকক্ষে প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকানরা।

এদিকে, প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে মাইক জনসনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদে পূর্ণাঙ্গ ভোটাভুটির মাধ্যমে তাঁর নিয়োগ চূড়ান্ত হতে পারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট